Site icon Jamuna Television

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক মো.আতাউর রহমান।

বিবৃতিতে স্থগিত এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বিবৃতিটিতে।

আরএইচ/এটিএম

Exit mobile version