Site icon Jamuna Television

এক ঘণ্টার মধ্যে সবাইকে আল-শিফা হাসপাতাল ত্যাগের নির্দেশ ইসরায়েলের

আল-শিফা হাসপাতালের ভিতরের একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

গাজার আল-শিফা হাসপাতালের চিকিত্সক, রোগী এবং বাস্তুচ্যুত মানুষদের কম্পাউন্ডটি সম্পূর্ণ খালি করার জন্য এক ঘণ্টা সময় দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৮ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এতো কম সময়ে হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করা অসম্ভব বলে জানিয়েছে আল-শিফার ডাক্তাররা। কারণ, গত কয়েকদিন ধরে যে পরিমাণ বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, তাতে প্রায় ৭ হাজার বাসিন্দাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ফলে, হাসপাতালটি বর্তমানে হাজারো বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলও। এছাড়াও অনেক রোগীদের অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে রোগীদের এক ঘণ্টা সময়ের মধ্যে অন্য স্থানে সরিয়ে নেয়া অসম্ভব।

আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের স্থানান্তর প্রসঙ্গে আল জাজিরার রিপোর্টার এলসায়েদ বলেন, বয়স্ক রোগী ও শিশুদের গাজার দক্ষিণে স্থানান্তর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো অ্যাম্বুলেন্স নেই।

মূলত, জ্বালানির অভাবে গাজা শহর ও উত্তরাঞ্চলে কোনো পরিবহন ব্যবস্থা নেই। তাই লোকজন পায়ে হেঁটেই সরে যাবে বলে আশা করা হচ্ছে।

/এআই

Exit mobile version