Site icon Jamuna Television

ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী শচীন

ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বর্তমানে তিনি আহমেদাবাদে অবস্থান করছেন।

এর আগে বিমানবন্দরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি ভারত ক্রিকেট দলকে শুভেচ্ছাও জানান।

রোববার (১৯ নভেম্বর) ফাইনাল ম্যাচে অপরাজিত ও স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্বকাপ ইতিহাসের সবথেকে সফল দল অস্ট্রেলিয়া। টসে জিতে ফাইনালের মহারণে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুরিয়া কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

/আরএইচ

Exit mobile version