Site icon Jamuna Television

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সিএনএন।

গাজা উপত্যকার সব অংশেই চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। হামাসের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। ইসরায়েলে যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিমতীরে সহিংসতা অব্যাহত রাখে, সে ক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়াসহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো যথেষ্ট সুযোগ মার্কিন সরকারের হাতে রয়েছে।

/এআই

Exit mobile version