Site icon Jamuna Television

পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন, নিহত ২ ফিলিস্তিনি

পশ্চিম তীরে ইসরায়েলি হামলার পর স্থানীয়রা ক্ষয়ক্ষতি পরিদর্শন করছে। ছবি: রয়টার্স।

পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। রোববার (১৯ নভেম্বর) শরণার্থী শিবিরগুলোয় ব্যপক অভিযান চালায় আইডিএফ। এ হামলায় মৃত্যু হয় ২ ফিলিস্তিনির। এক প্রতিবেদনে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন ছিলেন শারীরিক প্রতিবন্ধি। জেনিন ক্যাম্পে ব্যাপক ধরপাকড় চালায় ইহুদি সেনারা। হেবরন ও নাবলুসেও বাড়ি বাড়িতে চলে তল্লাশি অভিযান।

গত ৭ অক্টোবরে তেল আবিবে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় তান্ডবের পাশাপাশি পশ্চিম তীরেও বেড়ে চলেছে নৃশংসতা। টার্গেট করা হচ্ছে একের পর এক শরণার্থী শিবির।

বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে স্থানীয়দের। সাড়াশি অভিযানের নামে চলছে ব্যাপক ধরপাকড়। লড়াই শুরুর পর থেকে এপর্যন্ত পশ্চিম তীরে প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২ হাজারের বেশি।

/এআই

Exit mobile version