Site icon Jamuna Television

বিশ্বকাপ ফাইনালে তারকার হাট

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। মহারণ দেখতে হাজির এক লাখ ৩২ হাজার ক্রিকেট অনুরাগী। তাদের মধ্যে রয়েছেন সাবেক গ্রেটরা। আছেন শোবিজ অঙ্গণের খ্যাতিমান তারকারাও।

ক্রিকেট অঙ্গনের তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কাড়ছেন মাস্টার ব্ল্যাস্টার শচীন টেন্ডুলকার। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, তার স্ত্রী গৌরী। মাঠে পাশাপাশি বসে তারা খেলা উপভোগ করছেন। মাঠে আছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মাঝেমধ্যেই টেলিভিশন ক্যামেরার লেন্স তাদের খুঁজে নিচ্ছে।

এছাড়া মাঠে উপস্থিত রয়েছেন, বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ। আছেন জয়ের বাবা বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। খেলার শেষের দিকে মাঠে উপস্থিত হবার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

রোববার (১৯ নভেম্বর) ফাইনাল ম্যাচে টুর্নামেন্টে অপরাজিত ও স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। টসে জিতে মহারণে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

/আরএইচ

Exit mobile version