Site icon Jamuna Television

কথা শোনে না কানাডা: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী কানাডায় থাকলেও দেশটি তাকে ফেরত পাঠায় না। রোববার (১৯ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, কানাডায় অবস্থানের বিষয়টি সেখানকার রিপোর্টে প্রকাশ পেয়েছে। দেশটির সরকারের কাছে নূর চৌধুরীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলেও সেটা তারা জানায়নি বলে উল্লেখ করেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে নিয়ে কানাডার কোর্টে কেস করা হয়েছে। সেখানেও যথাযথ জবাব দেয়নি। সেখান থেকে জানানো হয়, অন্য কোনো দেশে ওই ব্যক্তির যদি প্রাণভয় থাকে এবং সে কথা যদি জানায়, তাহলে কানাডা সরকার তাকে আর দেশে ফেরত পাঠায় না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কানাডা সরকারকে নূর চৌধুরীকে জেলে রাখার কথা বলা হয়েছে। অথচ তিনি সেখানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধুর ২ খুনির স্থান নিশ্চিত করা গেছে। একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন কানাডায় রয়েছেন।

এ সময় নির্বাচন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। বিএনপি যদি তাতে অংশ না নেয়, তাহলে তাদের নেতাকর্মী অন্য দলে চলে যাবে।

এসজেড/

Exit mobile version