Site icon Jamuna Television

চট্টগ্রামে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বড়গাছি ভোলাহাট এলাকার আরিফ হোসেন এবং বরিশাল কাউডেখা উজিরপুর এলাকার মৃন্ময় বৈরাগী।

দুজনেই মোটর সাইকেল আরোহী ছিলেন। দুটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন তারা। সাতকানিয়া থেকে লোহাগাড়া যাওয়ার পথে পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

/এএম

Exit mobile version