Site icon Jamuna Television

ফেনীর মহিপালে বাসে আগুন, পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহিপাল মহাসড়কের পাশে বাস টার্মিনালের সামনে দাঁড়ানো ছিলো বাসটি। হঠাৎ করে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির ভেতরে থাকা বেশিরভাগ অংশই পুড়ে যায়।

বাসটির লাইনম্যান আমির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ছুটে আসি। মুহূর্তেই সব পুড়ে যায়। তবে কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে কিছুই বলতে পারেননি তিনি।

মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহিপাল এলাকায় আমরা নজরদারি বাড়িয়েছি। ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। একটি দোকানে সিসিটিভি ছিল, আজ দুপুর থেকে সেটিও নষ্ট হয়ে গেছে।

/এএস

Exit mobile version