Site icon Jamuna Television

আনুশকা–আথিয়াকে গ্যালারিতে দেখে হরভজনের বিতর্কিত মন্তব্য, উঠেছে সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। দুই ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা ও আথিয়া শেঠিকে নিয়ে মন্তব্যটি করেছেন তিনি।

রোববার (১৯ নভেম্বর) ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোন। আনুশকা ও আথিয়ারাও গ্যালারি থেকে সমর্থন দিয়েছেন ভারতীয় দলকে। এই ম্যাচে আনুশকা ও আথিয়ার জীবনসঙ্গী বিরাট কোহলি ও লোকেশ রাহুল মাঠে দলের হয়ে খেলেছেন।

ফাইনালের দিন গ্যালারিতে পাশাপাশি বসেছিলেন এই দুই অভিনেত্রী। কোহলি–রাহুল যখন দলের বিপদে বড় জুটি গড়ার চেষ্টা করছিলেন, এ দুজনকে তখন ক্যামেরায় বারবার দেখানো হচ্ছিল। সে সময় নিজেদের মধ্যে আলাপ করছিলেন আনুশকা ও আথিয়া। তখনই ঘটে গণ্ডগোল! হিন্দিতে ধারাভাষ্য দিতে থাকা হরভজন সিং করে বসেন বিতর্কিত মন্তব্য। তিনি বলে ওঠেন, আমি এটা ভাবছি, তারা ক্রিকেট নিয়ে কথা বলছে, নাকি সিনেমা নিয়ে? কারণ, আমি জানি না, তারা ক্রিকেট সম্পর্কে কতটা জানে।

হরভজনের এমন মন্তব্য শুনেই ক্ষেপে যান অনেক ভক্ত। তারা প্রশ্ন তোলেন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার তার আছে কিনা? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর বিতর্ক। কেউ কেউ হরভজনের কথাটিকে ‘নারী বিদ্বেষী’ বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা চলে গেলো।

সোশ্যাল মিডিয়ায় আরেকজন লিখেছেন, আমরা কবে শোধরাব ভাই! সে শুধু আনুশকা নয়, সে বিরাট কোহলির স্ত্রীও। সবার সামনে এভাবে কাউকে নিয়ে উপহাস করা খুবই বাজে ব্যাপার।

/এএম  

Exit mobile version