Site icon Jamuna Television

হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল

এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার। হরতালের অন্যদিনের তুলনায় এদিন রাজধানীতে যানবাহন চলাচল বেড়েছে। তবে সেটি স্বাভাবিকের চেয়ে কম। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীতে হরতালের প্রভাব সড়কে খুব একটা চোখে পড়েনি। বিশেষ করে ঢাকার প্রধান প্রধান পয়েন্টে গাড়ির চাপ কিছুটা বেশি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও বেড়েছে। তবে রাস্তায় থাকা যাত্রীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গাবতলীসহ রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি আন্তঃজেলা বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল একেবারেই কম। তবে যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেলস্টেশনে।

/এনকে

Exit mobile version