Site icon Jamuna Television

নেপোলিয়ানের ব্যবহৃত টুপি বিক্রি হলো ২৩ কোটি টাকায়

ছবি: সংগৃহীত

ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহৃত একটি টুপি নিলামে তোলা হয়েছে। স্থানীয় সময় রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামটি অনুষ্ঠিত হয়। নিলামে তার টুপিটি বিক্রি হয়েছে ১৯ লাখ ৩২ হাজার ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যেটি ২৩ কোটি ২৬ লাখ টাকার বেশি। খবর দ্য গার্ডিয়ানের।

কালো বাইকর্ন বিভারের টুপিটি ছয় লাখ থেকে ৮ লাখ ইউরোতে বিক্রি হতে পারে বলে ধারণা করেছিলো নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। কিন্তু সেটি সব ধারণা ও রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৪ সালে নেপোলিয়নের আরেকটি টুপি বিক্রি হয়েছিল ১৮ লাখ ৮৪ হাজার ইউরোতে। যেটি এতোদিন সর্বোচ্চ ছিল।

ইতিহাসবিদের মতে, টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান কিংবা সেনা বা জনসমাবেশ- এই টুপি পড়া দেখলেই চেনা যেতো ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি। যেগুলোর প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে আছে।

/এনকে

Exit mobile version