Site icon Jamuna Television

আল শিফা হাসপাতালের নিচে গোপন সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল

আল শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দীর্ঘ টানেলের সন্ধান পেয়েছে আইডিএফ। ছবি: আল জাজিরা।

গাজার আল শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দীর্ঘ টানেলের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার (১৯ নভেম্বর) দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার সবচেয়ে বড় মেডিকেল স্থাপনার নিচে গোপন সুড়ঙ্গটির অবস্থান। যার গভীরতা ৩২ ফুট।

আইডিএফ’র দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস খনন করেছিল টানেলটি। যা খুঁজে বের করে ইহুদি প্রকৌশলীরা। ইসরায়েলি সেনারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য সুড়ঙ্গের প্রবেশপথে রয়েছে বিস্ফোরক নিরোধক দরজা। পেছনে কী আছে তা অবশ্য দেখানো হয়নি ভিডিওতে।

ইসরায়েলের দেয়া তথ্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল শিফা হাসপাতালের নিচে টানেলে হামাসের কমান্ড সেন্টার ও অস্ত্রশস্ত্র রয়েছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

/এআই

Exit mobile version