Site icon Jamuna Television

গাজীপুরে সিমেন্টবাহী ট্রাকে আগুন

গাজীপুর করেসপন্ডেন্ট:

গাজীপুর মহানগরের পুবাইলে একটি সিমেন্ট কোম্পানির ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে ভান্ডারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে ট্রাকটি উলুখোলার দিকে যাচ্ছিলো। এ সময় ৮ থেকে ১০জন অজ্ঞাত ব্যক্তি গাড়িটি থামিয়ে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

গাজীপুরের পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/এনকে

Exit mobile version