Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার আর নেই

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার। ছবি: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোসালিন ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন। গত মে মাসে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

রোসালিনের জন্ম ১৯২৭ সালের ১৮ আগস্ট। তার পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে করেছিলেন তিনি। 

ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

/এআই  

Exit mobile version