Site icon Jamuna Television

ভোটের তারিখ পরিবর্তনের দাবি এলে ভেবে দেখবে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি এলে তা ভেবে দেখবে নির্বাচন কমিশন। সোমবার (২০ নভেম্বর) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এছাড়া বিএনপি নির্বাচনে আসতে চাইলে কমিশন স্বাগত জানাবে বলেও জানান তিনি।

কমিশনার রাশেদা সুলতানা বলেন, সব দল নির্বাচনে আসছে না, এটা এক ধরণের শূন্যতা ও জাতির কাছে হতাশার। বিভাজন তৈরি হলে মাঠের রাজনীতি শান্ত থাকে না। তবে যেকোন সময় রাজনৈতিক পরিস্থিতি শান্ত হতে পারে। এসময় নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ইসি কঠোর থাকবে। প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে ইসির। প্রশাসনের মধ্যে যিনি নিরপেক্ষতা হারাবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

এছাড়া নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। তবে আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে সেনা মোতায়ন করা হবে।

/আরএইচ

Exit mobile version