Site icon Jamuna Television

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। তবে এটি নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (২০ নভেম্বর) দলের বানানী কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের প্রাথমিক কাজ শুরু করেছি। তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা কাজ এগিয়ে রাখছি।

এর আগে, রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। এবার জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চাইলে আগে বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করতে হবে।

এসজেড/

Exit mobile version