Site icon Jamuna Television

কুড়িল ফ্লাইওভারে উল্টে গেলো কাভার্ড ভ্যান

কুড়িল ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি কাভার্ড ভ্যান। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির ভেতরে মালামাল থাকায় এখনই তা সরানো সম্ভব হচ্ছে না। ক্রেনের সাহায্যে গাড়িটি সরাতে হবে। দ্রুত সরানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন, কাভার্ড ভ্যান উল্টে ফ্লাইওভারের একপাশে রেলিংয়ের উপর উঠে গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version