Site icon Jamuna Television

নভেম্বরে যুক্তরাজ্যে আগাম নির্বাচন

আগামী নভেম্বরে নির্বাচনের পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রোববার সানডে টাইমস পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ইস্যুতে কোনঠাসা হয়ে পড়ায় নেতৃত্ব বাঁচাতে এ পরিকল্পনা করছেন থেরেসা মে। এছাড়া ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা অব্যাহত রাখতেও নেয়া হচ্ছে এ সিদ্ধান্ত।

পত্রিকাটি জানায়, তেরেসার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী নেতা জেরেমি করবিন ও দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। ব্রেক্সিট নিয়ে বিভক্তিতে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপিরাও। ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটে পরাজিত হয়ে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগাম নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন থেরেসা মে।

Exit mobile version