Site icon Jamuna Television

নাটোরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে অটোভ্যানে করে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সাথী খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাথী খাতুন রাজশাহীর পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার হিমেল হোসেনের স্ত্রী। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে একটি অটোভ্যান যোগে চারজন শ্রমিক তাদের কর্মস্থলে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোভ্যানটি উল্টে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এমএইচ /এএম

Exit mobile version