Site icon Jamuna Television

‘তোর মৃত্যুর সময় এসে গেছে’: শামীম ওসমানকে ফোনে হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

ফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। জানালেন, অপরিচিত নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় শান্তি মিছিলে দেওয়া বক্তব্যে এই দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।

শামীম ওসমান বলেন, ‘গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে, তোর মৃত্যুর সময় এসে গেছে।’

তিনি আরও বলেন, ’৭৫ এর পর আমরা যারা রাজনীতিতে এসেছি, তারা মৃত্যুর ভয় করি না। বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণায় নয়।

এ সময় এ সংসদ সদস্য প্রশ্ন করেন, তাদের (হুমকিদাতা) বলব, কাদের ভয় দেখান? আমাদের পূর্ব পুরুষেরা লড়াই করে এ দেশে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা মৃত্যুকে ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন, যারা অসৎ পথে চলেন, ওই তারেক জিয়াকে।

শামীম ওসমান বলেন, তারেক জিয়া লন্ডনে বসে হুমকি দেন। বাচ্চা-বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নিইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সে জন্যই শেখ হাসিনা এত দিন দেশের ক্ষমতায়। এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই। বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে রাজনীতিতে এসেছি।

/এমএন

Exit mobile version