Site icon Jamuna Television

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, লাগবে এনআইডি বা পাসপোর্ট

বিনা প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে কেউ যেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখার জন্য বলা হলো।

এছাড়া, সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্যথায়, অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএন

Exit mobile version