Site icon Jamuna Television

হামাসের হামলার নতুন ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

আইডিএফ'র প্রকাশিত সিসিটিভি ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা ইসরায়েলি জিম্মিদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। ছবি: বিবিসি।

হামাস পরিচালিত ৭ অক্টোবরের অভিযানের আরও একটি ভিডিও প্রকাশ করলো ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকায় অভিযান চালাচ্ছে হামাস সদস্যরা। এসময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। কিবুৎজ অ্যালামিম এলাকায় চালানো হয় ঐ হামলা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা এলাকাটিতে প্রবেশের পরই, সবার মাঝে ছড়ায় আতঙ্ক। আবাসিক এলাকার পার্কটিতে আশ্রয় নেন ইহুদিরা। সেখানেও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে হামাস যোদ্ধারা। সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এসব দৃশ্য।

/এআই

Exit mobile version