Site icon Jamuna Television

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি সামরিক ঘাঁটি। ছবি: আনাদুলু এজেন্সি।

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য মেলেনি। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

এজেন্সির প্রতিবেদনে বলা হয়, লেবাননের গেরিলা যোদ্ধদের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর চালানো হামলার ভিডিওটি প্রকাশ করে আইডিএফ।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে ছোঁড়া রকেটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। হামলার পরই ঘাঁটিতে আগুন ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এ ঘটনায় সীমান্তবর্তী শহরগুলোয় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। গাজায় ইসরায়েলি তাণ্ডব শুরুর পর, এটাই কোন ইহুদি ঘাঁটিতে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

/এআই

Exit mobile version