Site icon Jamuna Television

ইসরায়েলি জাহাজ ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করলো হুতি বিদ্রোহীরা

হুথি বিদ্রোহীদের লোহিত সাগর উপকূলে 'গ্যালাক্সি লিডার' কার্গো জাহাজ দখল করার একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

প্রিয়াংকা চক্রবর্ত্তী:

লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ ছিনতাইয়ে দুঃসাহসিক অভিযান চালায় ইয়েমেনের একদল হুতি যোদ্ধা। সোমবার (২০ নভেম্বর) সিনেমাটিক কায়দায় চালানো সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, উড়োযান থেকে নৌযানে নেমে মুহূর্তের মধ্যেই কন্ট্রোল রুম কব্জা করে সশস্ত্র গোষ্ঠীটি। বন্দুকের মুখে ক্রুদের জিম্মি করে জাহাজটিকে নিজেদের নির্দেশনা মতো পরিচালনা করতে বাধ্য করে হুতি যোদ্ধারা। বিশ্লেষকদের মতে ছিনতাইয়ে মাধ্যমে ইসরায়েলকে শক্তিশালী বার্তা দিলো হুতিরা।

শক্তিমত্তা বিবেচনায় ইরান সমর্থিত গোষ্ঠীটিকে এতোদিন অনেকখানি পিছিয়ে রাখা হতো। তবে অনেকের মতে, দুঃসাহসিক এই অভিযান বদলে দিয়েছে দৃশ্যপট। সামরিকভাবে বর্তমানে তারা কতটা শক্তিশালী, তারই যেন ছোট্ট এক ঝলক এ অভিযান।

এর আগে, গাজায় বর্বরতা শুরুর পর ইসরায়েলে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলো হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা। ইরান নানাভাবে হুমকি দিয়ে আসলেও, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির এই অভিযানই সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

/এআই

Exit mobile version