Site icon Jamuna Television

জনগণের অকল্যাণ করে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

জনগণের অকল্যাণ করে কিছু অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একদল মানুষ অগ্নিসন্ত্রাস শুরু করেছে। কীভাবে মানুষ পোড়াতে পারে তারা! তাদের চেতনা ফিরে আসুক।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে ৫ জন সেনা, ৩ জন নৌ ও ৩ জন বিমান বাহিনীর সদস্যদের শান্তিকালীন পদকও প্রদান করেন তিনি।

এ সময় তিনি বলেন, নানা ধরণের চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। আমরা সেসব অতিক্রম করছি। আরও সচেতন হতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নতির ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষার মাধ্যমে আমাদের প্রতিটি ছেলেমেয়ে যাতে উন্নত জীবন পায়, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তবে সবসময় মাথায় রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা একটি বিজয়ী জাতি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে আমরা এগিয়ে যেতে চাই।

এসজেড/

Exit mobile version