Site icon Jamuna Television

ফার্মগেট ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর করায় আগামীকাল ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু স্থানে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এলাকাসমূহ হলো- তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া রাজারবাগ, ইন্দিরা রোড, ফার্মগেট, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), তল্লাবাগ ও শুক্রাবাদ এলাকায় আবাসিক, বাণিজ্য, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আশেপাশের কিছু এলাকায় গ্যাসের নিম্নচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জাননো হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version