Site icon Jamuna Television

মোস্তাফিজের প্রশংসায় আফগান অধিনায়ক

শেষ ওভারের নাটকীয়তায় এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। আর জাদুকরি শেষ ওভারটি করেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল মাত্র ৮ রান। হাতে ৪টি উইকেট। ক্রিজে সেট ব্যাটসম্যান। দুটি বাউন্ডারিতেই কেল্লাফতে। আর সেটাই কিনা ঠেকিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান! স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে ভিজছেন কাটার মাস্টার। প্রশংসায় ভাসিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আসগার আফগানও।

বলেছেন, বাংলাদেশকে অভিনন্দন। ৬ বলে ৮ রান কঠিন কিছু ছিল না। রশিদ, নবী, শেনওয়ারিরা এ রান করতে পারত। কিন্তু সব কৃতিত্ব দিতে হবে তাকে। শেষ ওভারে অসাধারণ বল করেছে সে। বোলিংয়ে ছিল অনিন্দ্যসুন্দর বৈচিত্র্য। সবকিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে।

এ জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলেই কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে নাম লেখাবে মাশরাফি বাহিনী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version