Site icon Jamuna Television

ভোরে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ, দেখবেন যেভাবে

ফাইল ছবি

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও ব্রাজিল। সেলেসাওদের ঘরের মাঠ মারাকানায় বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি নিয়ে ব্রাজিলের দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে। এরইমধ্য ম্যাচের ৬৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।

গত ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলই সেদিন হার নিয়ে মাঠ ছেড়েছে। সেলেসাওরা ২-১ এবং আকাশি-সাদারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। কাতার বিশ্বকাপের পর এটিই আলবেসেলিস্তেদের প্রথম হার।

এদিকে, কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১ গোলের মালিক লিওনেল মেসি। কিন্তু এই সময় ব্রাজিলের বিপক্ষে কোনো গোল আসেনি ‘এলএম টেন’ এর পা থেকে। এবার সেলেসাওদের বিপক্ষে গোল করে সেই আক্ষেপ মেটাতে চান তিনি।

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসির দল। সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের খেলা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে ‘এসএসসি স্পোর্টস’ খেলাটি সম্প্রচার করবে। এছাড়া ম্যাচটি দেখা যাবে এই লিংকে

/এনকে

Exit mobile version