Site icon Jamuna Television

নাটোরে ধর্ষণ ও হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২ জনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর সদর উপজেলার উলুপুর এলাকার বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিন। রায় প্রদানের সময় জেসমিন আদালতে উপস্থিত থাকলেও ঘটনার পর থেকে বেলাল পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিছুর রহমান বলেন, ২০১০ সালের ১১ জানুয়ারি ট্রাক ড্রাইভার বেলালের শ্বশুর বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার একটি বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ নিহত ওই নারীর পাশ থেকে বেলালের স্ত্রী জেসমিনের ব্যাগ উদ্ধার করে। পরে পুলিশ জেসমিনকে গ্রেফতার করলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছে বেলাল।

এই ঘটনায় সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক নূরুজ্জামান বাদী হয়ে বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিনকে অভিযুক্ত করে হত্যা ও ধর্ষণ মামলা করেন। সাক্ষি প্রমাণ শেষে এই রায় দেন আদালত।

এসজেড/

Exit mobile version