Site icon Jamuna Television

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়া করেসপনডেন্ট:

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২০ নভেম্বর) একটি বিশেষ অভিযানে এই তিন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ।

বিবৃতিতে পরিচালক বলেন, সোমবার দুইজনকে ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মায়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে, অন্য একজনকে জালান কেপং’র একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ এবং দুটি প্রিন্টার জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এক বছর ধরে তারা এ অপরাধ করে আসছে। অপরাধীর মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা করে দেয়ার নামে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিত পর্যন্ত ফি নিচ্ছে। বেশিরভাগ গ্রাহকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন।

অস্থায়ী কাজের ভিজিট পাসের জাল স্টিকার তৈরিকারী অন্য গ্রুপের সাথে এই সিন্ডিকেটের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে ইমিগ্রেশন বিভাগ।

এএস/

Exit mobile version