Site icon Jamuna Television

‘মোবাইলে আর্থিক সেবা নিচ্ছে ৫ কোটি মানুষ’

ফাইল ছবি।

মোবাইল ফোনে আর্থিক সেবা নিচ্ছে ৫ কোটি মানুষ। এ সংখ্যা আরও বাড়াতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রোসফটের আই থ্রি কর্মসূচীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে। তবে আই থ্রি প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট নেই এমন ৫০ শতাংশ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া যাবে।

মন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার প্রত্যয়ী। তাই আইসিটি খাতের উন্নয়নে প্রতি বছরই বিনিয়োগ বাড়াচ্ছে সরকার।

Exit mobile version