Site icon Jamuna Television

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীর রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১) নভেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, রেলগেটের সামনের রাস্তার ওপর দুইজন ব্যক্তি একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সন্ধ্যায় রেলগেট এলাকায় দুই জন লোক একটি বস্তু ছুড়ে মারে। পরে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।

এছাড়া ঘটনার পর নগরীর রেলগেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং যান চলাচলও স্বাভাবিক আছে বলেও জানান তারা।

/এমএইচ

Exit mobile version