Site icon Jamuna Television

প্রথমার্ধে গোলশূন্য সুপার ক্লাসিকো

ছবি: সংগৃহীত।

বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বুধবার (২২ নভেম্বর) আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোর লাইন এখনো গোলশূন্য অবস্থায় আছে। তবে মেসিদের পায়েই বেশি ছিল বল। আক্রমণের সুযোগ পেয়েছে ব্রাজিলও। প্রথমার্ধে দু’দল ফাউল করেছে ২২টি। যার মধ্যে ১৬টিই করেছে ব্রাজিল।

এদিকে, বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের সমর্থকদের মারামারির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় মাঠে নামলেও সংঘর্ষের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, খেলোয়াড়রা। পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে গড়ায় খেলা। প্রথমে এই মারামারির কারণ জানা না গেলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়োধ্বনি দেয়ায় ঝামেলার সূত্রপাত হয়। নিজেদের সবশেষ ম্যাচ হেরেছে দু’দলই।

এর আগে, ২০২১ সালে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে মারাকানাতেই দু’দলের ম্যাচ বাতিল হয়েছিলো। তখন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিপক্ষে কোয়ারেন্টাইন নীতি ভাঙার অভিযোগ তুলে তাদের খেলতে দিতে বাধা দেয় ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবাদে সেই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা।

এএস/

Exit mobile version