Site icon Jamuna Television

ফিলিস্তিনিরা আল-আমর ছাড়তে সময় পেল ৮ দিন

ফিলিস্তিনিদের আল-আমর ছেড়ে যেতে আট দিন সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই সতর্কবার্তা।

উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের করা আপিল, সুপ্রিম কোর্টে প্রত্যাখানের পর এ সময়সীমা বেঁধে দিল ইসরায়েলি প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ পৌঁছে দেয়া হয়েছে আল-আমরের ফিলিস্তিনি বাসিন্দাদের। আদালতের নির্দেশ অমান্য করা হলে জোর প্রয়োগের হুমকিও দেয়া হয়েছে।

তবে নিজে থেকে গ্রাম ছেড়ে যাবে না বলে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। তাদের দাবি, নিজ ভূমি থেকে একমাত্র জোর জবরদস্তি করেই উচ্ছেদ সম্ভব হবে তাদের। এরই মধ্যে গ্রামটিতে ভারী অস্ত্র এনে মজুদ করতে শুরু করেছে ইসরায়েল।

Exit mobile version