Site icon Jamuna Television

নামেই অস্ত্রবিরতি, গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত

অস্ত্রবিরতির আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার (২১ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদাররা। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ফিলিস্তিনে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। খান ইউনিসেও ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এছাড়া চিকিৎসাকেন্দ্রগুলোকে টার্গেট করেও অব্যাহত রয়েছে বর্বর আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় আল শিফা, ইন্দোনেশিয়া হাসপাতাল, আল আওদা হাসপাতালে বোমাবর্ষণ করে ইহুদি সেনাবাহিনী। এতে আল আওদা হাসপাতালে চার চিকিৎসকসহ প্রাণ হারিয়েছেন মোট নয় জন।

এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোর চারপাশে ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে রেখেছে দখলদার সেনারা। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি বেসামরিককে হত্যা করেছে ইসরায়েল।

এসজেড/

Exit mobile version