Site icon Jamuna Television

ফিলিস্তিনি শিশুদের নিয়ে সরব দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

সামাজিক ইস্যুতে প্রতিবাদ প্রদর্শনের জন্য বেশ পরিচিত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এ তারকা। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন দিয়া।

ফিলিস্তিনি শিশুদের স্মরণ করে তিনি পোস্টে লিখেন, আমি একটি বিষয় নিশ্চিতভাবে জানি, শিশুদের হত্যা কোনো সমস্যার সমাধান নয়। দয়া করে থামুন। মনে রাখবেন, শান্তিপূর্ণ পৃথিবী তাদের প্রাপ্য।

দিয়া মির্জা একটি মর্মান্তিক অনুভূতি প্রকাশ করে লিখেন, আমাদের শিশুরা মূল্যবান। তারা যেকোনো দেশ বা অঞ্চলেরই হোক না কেন। যেকোনো কিছুর বিনিময়ে শিশু হত্যাকে সমর্থন করা যায় না। মানবতার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।

চার্লি ম্যাকেসির ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’ বই থেকে উদ্ধৃতি দিয়ে বিধ্বস্ত বিশ্বে দয়ার সারমর্মকে জোর দিয়েছিলেন দিয়া।

/এআই

Exit mobile version