Site icon Jamuna Television

সৈয়দ ইবরাহিমের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’, অংশ নেবে নির্বাচনে

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’র আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

মুহাম্মদ ইবরাহিম জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে অংশগ্রহণ করবে যুক্তফ্রন্ট। আপাতত ১০০ আসনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

মূলত, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগের সমন্বয়ে গঠিত হয়েছে এই জোট। নতুন এই জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইবরাহিম।

এর আগে, মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হবে। এতে নতুন জোটের চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম উপস্থিত থাকবেন।

নতুন জোটের বিষয়ে গণমাধ্যমকে সৈয়দ ইবরাহিম বলেছিলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে। নতুন জোট আগামী সংসদ নির্বাচনে যাবে কি না জানতে চাইলে তিনি বলেছিলেন, আমি সরকারের বিরুদ্ধে আন্দোলন জন্য নতুন জোট করছি, নির্বাচনের জন্য নয়।

এসজেড/

Exit mobile version