Site icon Jamuna Television

শুধু নারী ও শিশু জিম্মিদেরই মুক্তি দেবে হামাস

জিম্মিদের মুক্তি দাবিতে লিখা একটি স্লোগান। ছবি: আল জাজিরা।

অস্ত্রবিরতির আওতায় হামাস যেসব জিম্মিদের মুক্তি দেবে তাদের বেশিরভাগই নারী ও শিশু। বুধবার (২২ নভেম্বর) স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েলি প্রশাসন এ তথ্য জানায়।

হামাসের বিবৃতিতে বলা হয়, মানবিক দিক বিবেচনায় আগে ছাড়া পাবে নারী ও শিশু। এছাড়া প্রতি ১০ জনের মুক্তির প্রেক্ষিতে একদিন করে বাড়বে অস্ত্রবিরতির মেয়াদ।

ইসরায়েলের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে ৪০ দেশের কমপক্ষে ২৩৭ জনকে আটক করে হামাস যোদ্ধারা। তাদের মধ্যে ২৫ জনই থাইল্যান্ডের নাগরিক।

হামাসের দাবি, ইসরায়েলি বিমান হামলায় জিম্মিদের ৫০ জন প্রাণ হারিয়েছেন। আল-শিফা হাসপাতাল থেকে আরও দুই ইসরায়েলি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি তেল আবিবের। এছাড়া চার জিম্মিকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

/এআই

Exit mobile version