Site icon Jamuna Television

নাশকতার অভিযোগে ছাত্রদল নেতা শামীম গ্রেফতার

নাশকতার অভিযোগে ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামিম গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরবর্তীতে নাশকতার মূল পরিকল্পনাকারী এবং নাশকতায় সক্রিয় ছিল বলে জানানো হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার ড. খ. মহীদ উদ্দীন। গতকাল মঙ্গলবার শামীমকে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, শামীম গত ২৬ অক্টোবর থেকে নাশকতার পরিকল্পনা করছিল, যার বাস্তবায়ন করেছে ২৮ অক্টোবর। সেদিনের ভিডিও ফুটেজে দেখা গেছে, সে পল্টন পার্টি অফিস ও রাজারবাগ পুলিশ হাসপাতালে নাশকতার জন্য ঢুকেছিল। ব্যাগে করে ককটেল নিয়ে সে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে। গ্রেফতারকৃত এই ছাত্রদল নেতা মহাসমাবেশের দিন পল্টনে দলের কার্যালয় এলাকা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

এসজেড/

Exit mobile version