Site icon Jamuna Television

ছবি: মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

নিরাপত্তা কর্মীদের সাথে দর্শকের সংঘর্ষের ফলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরু হতে দেরি হয়। ছবি: রয়টার্স

মারাকানায় দর্শক ও পুলিশের সহিংসতার পর ঘটনাবহুল ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার (২২ নভেম্বর) কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির দল। 

তবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের সমর্থকদের হাতাহাতির কারণে ম্যাচটি শুরু হতে দেরি হয়। গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের সঙ্গে সেই মারামারিতে যোগ দেন সে দেশের পুলিশও। ঘটে লাঠিচার্জের ঘটনাও।

দৃশ্যটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একটি ভিডিওচিত্রে দেখা যায়, নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ব্রাজিল সমর্থকদের দিকে তেড়ে যান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। শেষমেষ এর প্রতিবাদে খেলবেন না বলে মাঠ থেকে বেরিয়ে যান মেসি।

পরে অবশ্য আলবিসেলেস্তেদের বুঝিয়ে সুঝিয়ে মাঠে নামতে রাজি করানো হয়। নিয়ন্ত্রণে আসে গ্যালারির পরিস্থিতি। টানটান উত্তেজনার ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় সফরকারীরা। ৬৩ মিনিটে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি। ছবিতে দেখা যাক ম্যাচ পূর্ববর্তী ঘটনার কিয়দাংশ–

‘গোলরক্ষক যখন নিজ দেশের সমর্থকদের রক্ষাকর্তা।’
ম্যাচের শুরুতে আর্জেন্টাইন ভক্তদের চার্জ করার একপর্যায়ে ব্রাজিলের পুলিশকে নিবৃত্ত করার চেষ্টা করছেন আকাশি-সাদা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

‘অসম্মানিত’ জাতীয় সঙ্গীত।
আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় পুলিশ ও দর্শকদের মধ্যকার সংঘর্ষ। গণ্ডগোলের সূত্রপাত হয় এখান থেকেই।

এই মেসি নয় ‘সেই’ মেসি।
রিও ডি জেনিরোর মাঠে কিক-অফের আগে হট্টগোলের একটি দৃশ্য। সেখানে দেখা যায়, ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সাথে যুদ্ধংদেহী তর্কে লিপ্ত আর্জেন্টাইন অধিনায়কের জার্সি পরিহিত এক সমর্থক।

‘কী হচ্ছে এখানে!’
নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ব্রাজিল পুলিশের দিকে তেড়ে যান এমি মার্তিনেজের নেতৃত্বে আর্জেন্টিনার গোটা দল।

আমি আহত হবো না, আহত হবো না
স্ট্রেচারে করে একজন আহত সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

/এএম

Exit mobile version