Site icon Jamuna Television

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু!

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত বাবার নাম আ. আলীম (৩৭)। সে উপজেলার উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের প্রয়াত আবু বক্কর সিদ্দীকের ছেলে। অভিযুক্ত ছেলের নাম রিজভী (২০)। 

প্রত্যক্ষদর্শীরা জানায় , বাবার অমতে বিয়ে করে ছেলে রিজভী অন্য জায়গায় থাকতেন। গত সোমবার রিজভী তার স্ত্রীকে নিয়ে বাড়িতে উঠলে বাবার সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিজভী তার বাবা আলীমকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আরএইচ/এমএন

Exit mobile version