Site icon Jamuna Television

দেশে বৃষ্টি হলে যুক্তরাষ্ট্রে ছাতা ধরে তো লাভ নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক নেতা কল্পনা আক্তারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, তিনি (কল্পনা আক্তার) নিরাপত্তাহীনতায় ভুগলে পুলিশকে জানাবেন। কিন্তু কোথাও কোনো জিডি না করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন। দেশে বৃষ্টি হলে যুক্তরাষ্ট্রে ছাতা ধরে তো লাভ নেই।

বুধবার (২২ নভেম্বর) সচিবালয়ে পিআইবি প্রকাশিত সাংবাদিকতা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, চাপে পড়ে নয়, ধ্বংসাত্মক রাজনীতির কারণে বিএনপি ও তাদের জোটের অনেক নেতা নির্বাচনে আসার ঘোষণা দিচ্ছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই তারা নির্বাচনে আসছে। কেননা অপরাজনীতি কেউ পছন্দ করে না।

/এমএন

Exit mobile version