Site icon Jamuna Television

১৫ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ পেল Shohoz

ব্যবসা বাড়াতে দেশের অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা কোম্পানি ‘সহজ’ (Shohoz) ১৫ মিলিয়ান ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে। সিঙ্গাপুর ও চীনের উদ্যোক্তাদের কাছ থেকে এ বিনিয়োগ বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

বিনিয়োগকারী কোম্পানিগুলো হচ্ছে সিঙ্গাপুরের গোল্ডেন গেইট ভেঞ্চারস ও কোহ বুন হোয়ি এবং চীনের লিনিয়ার ভিসি ও ৫০০ স্টার্টআপস।

২০১৪ সালে অনলাইনে বাসের টিকেট বিক্রির কার্যক্রম শুরু করে সহজ ডটকম। পরে ফেরির টিকেট বিক্রির সেবা এবং চলতি বছরের জানুয়ারি থেকে মোটরসাইকেল ও গাড়িতে ভ্রমণ সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

সহজ’র সিইও মালিহা কাদির টেকক্রাঞ্চ’কে বলেন, তাদের কোম্পানি মাসে ১০ লাখ রাইড সেবা দিচ্ছে। এটার দ্বিগুণ করার পাশাপাশি ঢাকার বাইরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এর আগে সহজ’র দেশীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘পাঠাও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছিল।

Exit mobile version