Site icon Jamuna Television

এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

দশ বছর আগের নাশকতা মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। ২০১৩ সালে উত্তরা থানার মামলায় ৭৩ জন আসামির বাকিদেরকে খালাস দেয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার দশ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, উত্তর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেছিল পুলিশ।

/এমএইচ

Exit mobile version