Site icon Jamuna Television

নাটোরে দুর্ঘটনা: প্রায় ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে প্রায় পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগিগুলোকে উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাকশী রেলওয়ে কর্মকর্তা শাহ সুফি নুর মোহাম্মাদ জানান, ট্রেন লাইনচ্যুতির খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের একটি দল উদ্ধার কাজ শুরু করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত
কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে দিনাজপুর থেকে নাটোর হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

/আরএইচ/এমএন

Exit mobile version