Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে মুকুল হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মুকুল হােসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালীর আসান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মুকুল হােসেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ছেলে মুকুল হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে নিহতের ভাই আলাউদ্দীন বাদী হয়ে মুকুল হােসেনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর মুকুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

/আরএইচ/এমএন

Exit mobile version