
৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বছরের দ্বিতীয় “ফরেন অফিস কনসালটেশন” বলা হলেও, সফরে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষভাবে নির্বাচন প্রসঙ্গে কথা হবে, তা স্পষ্ট করেছেন সরকারের এই শীর্ষ কূটনীতিক।
ঢাকায় দূতাবাস নেই, এমন ৯০টি দেশের দিল্লি মিশন, সেখান থেকেই দেখভাল করে বাংলাদেশকে। অনাবাসী এসব মিশন প্রধানদের সাথেও চলমান রাজনীতি বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারে অবস্থান জানাবেন মাসুদ বিন মোমেন।
তবে গোপন কোনো এজেন্ডা বা প্রধানমন্ত্রীর বিশেষ কোন বার্তা নিয়ে দিল্লি যাচ্ছেন না এমনটাও জানান তিনি। এছাড়া, যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি নিয়েও দিল্লির সাথে আলাপের ইঙ্গিত দেন সচিব।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply