Site icon Jamuna Television

শেষ দিনের মতো চলছে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি-জমা কার্যক্রম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চতুর্থ ও শেষ দিনের মতো জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার কার্যক্রম।

এই কার্যক্রমকে কেন্দ্র করে পার্টি অফিস ঘিরে নির্বাচনি উৎসবের আবহ বিরাজ করছে। নেতারা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ-উল্লাসে মনোনয়ন ফরম কিনছেন।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে ২৮ নভেম্বর। এসময় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। মানুষ যদি ভোট কেন্দ্রে আসতে পারেন, তাহলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে।

এসজেড/

Exit mobile version