Site icon Jamuna Television

সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত

সাভারে বাসচাপায় পুলিশের এক নারী সদস্য নিহত হয়েছেন। এ সময় তার স্বামীও আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বোনের বাসা হেমায়েতপুরে যাচ্ছিলেন পুলিশ সদস্য আফসানা। হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। এ সময় আফসানা রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করেছে। তবে বাস চালক ও সহকারী পলাতক রয়েছে। 

/আরএইচ/এনকে

Exit mobile version